ভারতে মৃত্যু ২৫ হাজার, সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও
করোনা সংকট আগামীতে কোন দিকে যাচ্ছে তা প্রতিদিনের সংক্রমণ ও মৃত্যুর হার দেখে অনেকটাই অনুমান করতে পারছেন ভারতবাসী। দেশটিতে এরইমধ্যে সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই। মৃত্যুও হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। এদিকে, পশ্চিমবঙ্গে বাড়ছে সংক্রমণ।
গেল ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৩৩ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড উনিশের অস্তিত্ব। সুস্থ হয়েছেন ২১ হাজার মানুষ। আর মৃত্যু হয়েছে সাড়ে চারশর বেশি। ইতিমধ্যেই দেশটিতে মোট সংক্রমণও ১০ লাখের কাছাকাছি পৌঁছেছে। দক্ষিণ ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু উত্তর ভারতের দিল্লি, গুজরাট সহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও সংক্রমণ ঊর্ধ্বমুখী।
করোনা যুদ্ধে মৃত ১২ জন সরকারি কর্মকর্তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পাশাপাশি তাদের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় করোনা টেস্টে রাজ্যবাসীর সুবিধার্থে জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানান তিনি।
করোনায় এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১ হাজার। সংক্রমিত হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। তবে ২০ হাজার মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
No comments: