ইরাকে উড়িয়ে দেয়া হয়েছে মার্কিন সেনাদের বহর
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে মার্কিন সেনাদের সরঞ্জামাদি বহনকারী একটি বহর উড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতের এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী সারাইয়া সাওরাত আল-ইশরিন আল-সানিয়া। এতে সামরিক বহরের অন্তত তিনটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই ঘটনার ভিডিও দৃশ্যে দেখা যায়, হামলার পর সামরিক বহরে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা পরিষ্কার নয়।
No comments: