সীমিত আকারে মসজিদে ঈদুল আজহা’র নামাজ হবে সৌদি আরবে
সীমিত আকারে মসজিদে ঈদুল আজহা'র নামাজ হবে সৌদি আরবে
সীমিত আকারে সুর্নিদ্দিষ্ট কিছু মসজিদে ঈদুল আজহা’র নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় প্রজ্ঞাপণ।
তাতে বলা হয়, করোনার বিস্তাররোধে এবছর ঈদগাহ বা খোলা ময়দানে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ। সৌদি আরবে জুলাইয়ের ৩১ তারিখে উদযাপিত হবে ঈদুল আজহা।
তার আগেই, সীমিত আকারে পালিত হবে পবিত্র হজ। বিনা অনুমতিতে, মিনা-মুজদালিফা এবং আরাফাতের ময়দানে প্রবেশ করতে পারবেন না হজব্রত পালনে ইচ্ছুক কোন মুসল্লি। নীতিমালা ভঙ্গ করলে, ১০ হাজার সৌদি রিয়েল জরিমানা গুণতে হবে। এলাকাগুলোয় ১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত বহাল থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে গেলো মাসেই, দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, শর্তসাপেক্ষে সৌদি আরবে বসবাসরত মাত্র এক হাজার মুসল্লি পাবেন হজ পালনের সুযোগ
No comments: