উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন মানবাধিকার লঙ্ঘন: যুক্তরাজ্য
ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব
চীনে উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনকে গুরুতর ও কূরূচিপূর্ণ মানবাধিকার লঙ্ঘন বলে জানালেন ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ডমিনিক বলেন, সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যেসব দেশ নিষেধাজ্ঞা দিয়েছে তা উড়িয়ে দেয়া যাবে না। বরং মিত্রদের সাথে নিয়ে চীনের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নিতে প্রস্তুত যুক্তরাজ্য।
এছাড়া গণহত্যা এড়াতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সতর্ক থাকার আহ্বান জানান রাব। যদিও এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করছে ব্রিটেনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান বলছে, গেলো কয়েক বছর ধরে কমপক্ষে ১০ লাখ উইঘুর মুসলিমকে শিক্ষার নামে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।
No comments: