সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি(পিএপি) আবারও জয়লাভ করেছে। তবে চূড়ান্ত ফলাফল বলছে এবার তাদের ভোটের পরিমাণ হ্রাস পেয়েছে।
১৯৬৫ সাল থেকেই ক্ষমতায় পিএপি। এবারের নির্বাচনে ৯৩ টি আসনের মধ্যে ৮৩ টিতে জয়লাভ করেছে তারা। মোট ভোটের ৬১.২ শতাংশ পেয়েছে পিএপি। যেটা ২০১৫ সালের নির্বাচনে ৭০ শতাংশ ভোটের তুলনায় বেশ কম।
বিরোধীদলীয় ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয়লাভ করেছে। এখন পর্যন্ত তাদের সবচেয়ে ভালো ফলাফল এটাই।
এই নির্বাচনকে সিঙ্গাপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের বিষয়ে গণভোট হিসেবে বিবেচনা করছে অনেকে।
করোনাভাইরাস মহামারীর সময়ে ভোটের আয়োজন করা অল্প কিছু দেশের একটি সিঙ্গাপুর। কঠোর স্বাস্থ্যবিধি মেনে, ভোটাররা গ্লাভস ও মাস্ক পরে, নির্দিষ্ট করে দেওয়া সময়ে ভোটের স্লটে ভোট দেয়।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক। ৪৫০০০ এরও বেশি জন আক্রান্ত সেখানে। তাই বড় ধরনের কোনো জনসমাগম বা আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।
এর মধ্যেও অল্প কিছু দেশে নির্বাচনের আয়োজন হয়েছে। এপ্রিলে সাউথ কোরিয়ায় ভোট অনুষ্ঠিত হয়, জুনে অনুষ্ঠিত হয় সার্বিয়ায়। দুই দেশেই ভোটাররা ক্ষমতাসীন সরকারকেই ক্ষমতায় ফিরিয়ে আনে।
No comments: