ুলশানে শাহাবুদ্দিন মেডিকেলে র্যাবের অভিযান চলছে
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল
অনুমতি ছাড়াই র্যাপিড টেস্ট কিট ব্যবহার এবং পিসিআর ল্যাব না থাকার পরও হাসপাতালে ভর্তি রোগী ও বহির্বিভাগের রোগীদের কাছ থেকে নমুনা পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে এবার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে রাজধানীর গুলশানে এই অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার বলেন, অনুমতি ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করা ও তার রিপোর্ট প্রদানসহ হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চলছে। এ সব পরীক্ষায় ৩ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে।
এর আগে একই অভিযোগে উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল, জেকেজি হেলথ কেয়ারে অভিযান চালায় র্যাব। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় একই অভিযোগে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
No comments: