ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন মারা গেছেন। তিনি ওই বিশ্বকাপের আরেক নায়ক ববি চার্লটনের বড় ভাই। গত বছর লিম্ফোমায় আক্রান্ত জ্যাকের বয়স হয়েছিল ৮৫ বছর।
ফুটবল ছাড়ার পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের কোচের দায়িত্ব সামলেছেন জ্যাক চার্লটন। ক্লাব ক্যারিয়ারে লিডস ইউনাইটেডের ডিফেন্সে ভরসা ছিলেন। ক্লাব ক্যারিয়ারের পুরো সময়টাই কাটিয়েছেন এখানে। তাদের হয়ে জিতেছেন লিগ ও এফএ কাপ।
জ্যাক ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ে সবগুলো ম্যাচেই রক্ষণ সামলেছেন। সেন্ট্রাল ডিফেন্সে দেশের জার্সিতে মোট ৩৫ ম্যাচ খেলেছেন তিনি। জয়ী বিশ্ব আসরের ফাইনালে ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা এনেছিল ইংলিশরা।
কোচ হয়ে আয়ারল্যান্ডকে ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টারে তুলেছেন জ্যাক। তার আগে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরেও নিয়ে যান দেশটিকে। কোচিংয়ের শুরুটা অবশ্য মিডলসবরোর হয়ে, ক্লাবটিকে শীর্ষ লিগে তুলেছেন। একসময় শেফিল্ড ওয়েনজডে ও নিউক্যাসল ইউনাইটেডকেও কোচিং করিয়েছেন।
No comments: