লাদাখ নিয়ে সীমান্ত উত্তেজনা কিছুটা কমেছে চীন-ভারতের। যদিও রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হয়েছিল ২৩ ভারতীয় সেনা।
এরপর থেকেই আর চীনকে বিশ্বাস করতে পারছে না ভারত। তাই ভারতীয় সেনাবাহিনীকে ৩শ’ কোটি রুপির সামরিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অর্ডার প্লেস করার ১২ মাসের মধ্যেই এসব অস্ত্র জেনো সেনাবাহিনীর হাতে পৌঁছে যায় সেদিকেও নজর নেওয়া হচ্ছে।
আরো পড়ুন: ‘খয়রাতি’ বলা ভারত বাংলাদেশ থেকে পিছিয়ে
বর্তমানে ভারতের বিমান বাহিনীর একাধিক যুদ্ধবিমান প্রয়োজন। সেক্ষেত্রে ২১টি মিগ ২৯ কেনা হতে পারে, যা কেনা হবে রাশিয়া থেকে। এছাড়া ১২টি নতুন সুখোই ৩০ যুদ্ধবিমান ভারতেই তৈরি হবে, যা তৈরি করার দায়িত্বে রয়েছে হিন্দুস্তান এওরোনটিক্স লিমিটেড। এছাড়াও ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল ও ৫৯টি মিগ ২৯ আপগ্রেড যুদ্ধবিমান ভারতে আসতে পারে বলে খবর পাওয়া গেছে।
আরো পড়ুন: বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নিয়ে ভারত কেন টেনশনে?
কোন দেশ থেকে এই অস্ত্রগুলো কেনা হবে, তা যদিও এখনও ঠিক হয়নি। তবে চীন ছাড়া এই মুহূর্তে রাশিয়াই একমাত্র দেশ, যারা বিমানে বয়ে নিয়ে যাওয়া সম্ভব এমন হালকা ওজনের ট্যাঙ্ক তৈরি করে।
সূত্র: কলকাতা২৪
No comments: