ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার ডাক পেয়েছিলেন তামিম ইকবাল। একটি ফ্র্যাঞ্চাইজি থেকে ৯০ হাজার ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ‘না’ বলে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ‘দুটি কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছি। প্রথমত, আমি ঢাকা প্রিমিয়ার লিগের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ। এখন হুট করে
প্রিমিয়ার লিগ শুরু হলে ক্লাবটিকে বঞ্চিত করা হবে। দ্বিতীয়ত, পরিবার। ওখানে চার্টার্ড ফ্লাইটে দলগুলো যাতায়াত করবে। যদি জরুরি কোনো পরিস্থিতিতে দেশে আসতে হয়, তা সম্ভব
হবে না। এতসব দুর্ভাবনা নিয়ে খেলাও কঠিন ‘
অন্যদিকে সিপিএলে এবারের আসরে খেলার ডাক পেয়েছিলেন টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমান। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তারা।
মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের একমত হতে হবে যে কোভিড -১৯ এর কারণে পরিস্থিতি এখন ঠিক নেই। আমি এই প্রস্তাবটির ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম এবং তারা তাতে রাজি হয়নি। আমি এও ভেবেছি যে, এ সময়ে তাদের জন্য আমার দুশ্চিন্তা বাড়ানো ঠিক হবে না। ওয়েস্ট ইন্ডিজ ভ্রমণ অনেক অস্থির হতে পারে। অনেক বেশি ট্রানজিট এবং নিয়মনীতি অনুসরণ করতে হয়। আপনি কখনই জানেন না যে আপনি কীসের মুখোমুখি হবেন।’
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলের অষ্টম আসর ছয়টি দ্বীপে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সে পরিকল্পনা থেকে সরে সবকটি ম্যাচ ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। ছয় দলের এই টুর্নামেন্টটি ১৮ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে
No comments: