মার্কিন নেভির জাহাজে ভয়াবহ আগুন
ক্যালিফোর্নিয়া: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মার্কিন নেভির জাহাজ। সান দিয়েগোতে বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় সেই জাহাজে। ঘটনায় আহত হয়েছেন একাধিক মার্কিন নেভির অফিসার। তবে ঠিক কতজন এই ঘটনার পর আহত হয়েছেন তা এখনও নিশ্চিত ভাবে জানাতে পারেনি।
তবে বেশ কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে, জাহাজে প্রবল এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কালো ধোঁয়াতে ঢেকে যায়। মার্কিন নেভির এই জাহাজটিতে ঠিক কতজন মার্কিন অফিসার ছিলেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। তবে বিস্ফোরণের ঘটনার পর চার-পাঁচজন মার্কিন অফিসারের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
পড়ুন আরও- জিনের গঠন বদলে আরও ভয়ংকর হচ্ছে করোনা, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
ইউএসএস বনহমি রিচার্ড নামে ওই জাহাজে আগুন নেভানোর কাজ করছে ফায়ার রেসকিউ ডিপার্টমেন্ট। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ইউএস নেভি কর্তৃপক্ষের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, আগুন নেভানোর কাজ চলছে। কাজ করছে ফায়ার ফাইটিং টিম।
No comments: