প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। এর আগে তার নামে প্রতারণার অভিযোগে মামলা করা হয়।
নানা অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মেডিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে আবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়।
র্যাব সদর দফতর ঘুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বিরুদ্ধে করা প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করায় তাকে সেখানে নেয়া হয়।
No comments: