রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইম্পেরিয়াল রংয়ের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের দুই ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস এখনও কিছু জানাতে পারেনি।
সম্পূর্ণ অবৈধভাবে ইম্পেরিয়াল নামের রংয়ের কারখানাটি এ আবাসিক এলাকায় রং প্রস্তুত করতো বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এছাড়া আইচি মেডিকেল কলেজের নামে কারখানাটি গড়ে উঠেছিলো বলেও জানান তিনি।
No comments: