বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। আজ শনিবার দুপুরে তাদের নিয়ে বিমানের এই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার নিশ্চিত করেন।
এর আগে ১৭ জুন ২৫৯ জন ও ২৩ জুন ২৬৯ জন প্রবাসী বাংলাদেশি বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট যোগে ইতালির রোমে ফিরে যান। এ নিয়ে জুনেই চার্টার্ড ফ্লাইটে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরেছেন।
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি মাস থেকে ইতালি প্রবাসীরা বাংলাদেশে আসা শুরু করেন। তবে ইতালিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
No comments: