যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এন্থোনি ফাউসি। সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞরা প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করে এর প্রশংসা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪৭ হাজার।
ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, এরিজোনাসহ অন্যান্য রাজ্যে করোনা বিস্তারের যে ঢেউ দেখা যাচ্ছে তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের ব্রিফিংয়ে, মার্কিন জাতীয় এলার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান ড. অ্যান্থনি ফাউসি বলেন, কোনো ধরনের উপসর্গ ছাড়াই অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
তবে মহামারি মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
এন্থোনি ফাউসি বলেন, বিভিন্ন অঙ্গরাজ্যে আগেভাগে সব কিছু খুলে দেয়া হয়েছে। নাগরিকরাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই মহামারি ঠেকাতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।
ক্যালিফোর্নিয়ায় গত দুইদিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ৭০ ভাগ।। বর্তমানে আক্রান্তের দিক দিয়ে নিউইয়র্কের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। পরিস্থিতির অবনতি হওয়ায় ঘরে থাকার নির্দেশনা পুনরায় আরোপ করার ইঙ্গিত দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউজম।
বিগত কয়েক সপ্তাহের লাগাতার বর্ণবাদ বিরোধী আন্দোলন, লকডাউন তুলে সবকিছু খুলে দেয়া এবং সর্বোপোরি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী সমাবেশ যেন ভুলিয়ে দিয়েছে দেশটির প্রাণঘাতী করোনার ভয়াবহ ছোবলের কথা। করোনার বিস্তার রোধে যুক্তরাষ্ট্র আর লকডাউনে ফিরবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় দেশটির সাধারণ মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন।
এদিকে, এদিকে লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচী অব্যাহত রেখেছে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকাওয়েস্ট জোনসহ বিভিন্ন বাংলাদেশি সংগঠনগুলো।
No comments: