সুশান্তের ''আত্মহত্যার গল্প''এ কান না দিয়ে তদন্তের দাবি করুন, বলছেন শেখর সুমন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।
: সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা শেখর সুমনের। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার মুম্বই পুলিসের তরফে জানানো হয়, তাঁদের হাতে এসে পৌঁছেছে সুশান্তের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। যেখানে আবারও একবার আত্মহত্যার তত্ত্বকেই সামনে আনা হয়েছে। এপ্রসঙ্গেই বৃহস্পতিবার টুইটারে শেখর সুমন লেখেন, ''আমরা সকলেই যুদ্ধরত মনোভাব নিয়ে রয়েছি। এবার আত্মহত্যার তত্ত্ব শুনে আমরা পিছু হটতে রাজি নই। এবার আমরা কোনওভাবেই শুনতে রাজি নই। যা খুশি বলে আশ্বস্ত করা যাবে না।''
আরও পড়ুন-ফেসবুকে মহেশ ভাটের প্রোফাইলে উপচে পড়ছে বাংলায় গালিগালাজ
বুধবার আরও একটি টুইটে শেখর সুমন লিখেছিলেন, ''এটাই ঘোষণা করা হচ্ছে সুশান্তের মৃত্যু একটা সাধারণ আত্মহত্যার ঘটনা। এটায় কেউ বিশ্বাস করবেন না। আমার সন্দেহ ছিল যে আগে থেকেই সব ঠিক ছিল। আমার অনুরোধ সকলেই পুনঃতদন্তের দাবি তুলুন।''
প্রসঙ্গত, শুধু শেখর সুমনই নন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি এই ঘটনায় CBI তদন্তের দাবিও উঠেছে।
No comments: