লালমনিরহাটে তিস্তার পানি ১৫ সে.মি ওপরে, নতুন করে ৪০ হাজার মানুষ পানিবন্দি
উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা ধরলাসহ ছোট-বড় ১২টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে নিম্নাঞ্চলের অর্ধশতাধিক চর ডুবে প্রায় ৪০ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দী মানুষজন সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
শনিবার (২৭ জুন) সকালে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েও পানির প্রবল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন,গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আজ সকালে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । পানির চাপ সামলাতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে বলে জানান পাউবোর এ কর্মকর্তা।
এদিকে তিস্তার পানি উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসার কারণে আতংকে মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন নদী সংলগ্ন এলাকার মানুষজন।
বন্যায় চরাঞ্চলের সবজি, বাদাম ও ভুট্টাসহ বিভিন্ন ফসলী জমি পানির নীচে ডুবে যাওয়ায় চিন্তিত কৃষকরা।
এদিকে পানির তোড়ে ভেসে গেছে শত শত মৎস্য খামার। চরগুলোর সঙ্গে জেলা ও উপজেলা শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিস্তার এ পানি আসা যাওয়ার খেলায় অসহায় হয়ে দিন কাটাচ্ছেন তিস্তা পড়ের লাখো মানুষ।
No comments: