Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কেরিয়ারের শুরু থেকে 'শ্যামবর্ণা' সুন্দরী-র তকমা লেগেছিল গায়ে, মুখ খুললেন বিপাশা





কেরিয়ারের শুরু থেকে 'শ্যামবর্ণা' সুন্দরী-র তকমা লেগেছিল গায়ে, মুখ খুললেন বিপাশা সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে 'শ্যামবর্ণা' হওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন 'বিপস'। নিজস্ব প্রতিবেদন :

বলিউডের 'শ্যামবর্ণা সুন্দরী', বরাবরই এভাবেই পরিচিত হয়ে এসেছেন তিনি। ছোট থেকেই গায়ের রং নিয়ে নানান কথা শুনতে হয়েছিল বিপাশা বসুকে। সম্প্রতি প্রসাধনী 'ফেয়ার অ্যান্ড লাভলি' থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে বেশ খুশি বঙ্গ তনয়া। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে 'শ্যামবর্ণা' হওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন 'বিপস'। প্রসাধনী 'ফেয়ার অ্যান্ড লাভলি' ছবি শেয়ার করে বিপাশা লিখেছেন, ''ছোট থেকেই আমি শুনে এসেছি, সোনির থেকে বনি কালো। ওর গায়ের রং একটু চাপা না? যদিও আমার মা-ও শ্যামবর্ণা, এবং আমি তাঁর মতোই দেখতে। কিন্তু আমি ছোট থেকেই শুনতাম, বিভিন্ন আত্মীয়স্বজনরা আমার গায়ের রং নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে উঠতেন। বুঝতাম না কেন? মাত্র ১৬ বছর বয়স থেকে আমি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করি। আমি সুপার মডেল প্রতিযোগিতা জিতেছিলাম, সংবাদ মাধ্যমে হেডলাইন হল শ্যামবর্ণা কলকাতার তরুণী সুপারমডের প্রতিযোগিতার বিজেতা। আমি বিস্মিত হতাম, সেই আমার বর্ণনায় শ্যামবর্ণা!'' বিপাশা আরও লিখেছেন, ''পরবর্তীকালে যখন আমি নিউইয়র্ক প্যারিসে গেলাম মডেলিংয়ের জন্য। সেখানে দেখলাম, গায়ের রং-এর জন্যই আমি গুরুত্ব পাচ্ছি। পরবর্তীকালে দেশে ফিরে প্রথম ছবির প্রস্তাব পেলাম, তখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি একেবারেই অজ্ঞাত পরিচয়। সিনেমায় কাজ করে ভালোবাসাও পেলাম। তবে আমার নামের সঙ্গে শ্যামবর্ণা শব্দটি থেকেই গেল। পরবর্তীকালে এই শব্দটির প্রতিই ভালোবাসা জন্ম গেল। দেখলাম দর্শকরা এই শ্যামবর্ণা মেয়েটিকেই পছন্দ করছে।''






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply