বড় জয়ে ইতালিয়ান লিগে শীর্ষস্থান আরও সুসংহত করেছে জুভেন্টাস। রোনালদো-দিবালার নৈপূর্ণে দুর্বল লেচ্চেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে, তুরিনের ওল্ড লেডিরা।
আলিয়াঞ্জ এরেনায় ৩১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্যাবিও লসিয়োনি। যদিও দশজনের লেচ্চের বিপক্ষে লিড নিতে ব্যর্থ জুভেন্টাস। স্বাগতিকদের আক্রমনের কাছে লেচ্চের প্রতিরোধ ভাঙ্গে দ্বিতীয়ার্ধে।
৫৩ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে, ডেড লক ভাঙ্গেন, পাওলো দিবালা। ৬১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন সিআর সেভেন। পেনাল্টি থেকে মৌসুমের গোল করেন, পর্তুগীজ তারকা। ৮১ মিনিটে রোনালদোর দ্বিতীয় অ্যাসিস্ট থেকে, স্কোরলাইন ৩-০ করেন গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাসের চতর্থ গোলটি করেন ম্যাথাইস ডি লিখট।
২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট জুভেন্টাসের। সাত পয়েন্টে পিছিয়ে এক ম্যাচ কম খেলা লাৎসিও।
No comments: