করোনায় মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন।(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
শুক্রবার বিকাল ৫টা ৬ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে, শোক প্রকাশ করেছেন গভর্নর ফজলে কবির।
সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫টা ৬ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে বিভিন্ন মাধ্যমে শুনেছি।
আল্লাহ মালিক কাজমী করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন ধরেই হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
আল্লাহ মালিক কাজমী দেশের ব্যাংকিং খাত, অর্থনীতি নিয়ে ব্যাপক জানা-শোনার কারণে বিশেষ সুনাম অর্জন করেন।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।
No comments: