জুভেন্টাসে পাড়ি জমালেন আর্তুর, বিনিময়ে আসছেন পিয়ানিচ
মেসির ক্লাব বার্সেলোনা ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্টাসে পাড়ি জমালেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্তুর মেলো।
রোববার তুরিনে গিয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন আর্তুর।
ক্লাবটির সঙ্গে ৭০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন তিনি। মঙ্গলবার নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মার্কার খবরে বলা হয়েছে।
আরো পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিয়াল-বার্সা, শিরোপা জিতেবে কে?
অপরদিকে মিরালেম পিয়ানিচ জুভেন্টাস থেকে যোগ দিচ্ছেন বার্সেলোনায়। বার্সার সঙ্গে তার চুক্তি হচ্ছে ৬০ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ এই অদলবদলে বার্সার লাভ হচ্ছে ১০ মিলিয়ন ইউরো।
তবে চলতি মৌসুমের বাকিটা সময় দুজনই তাদের বর্তমান ক্লাবেই থাকছেন। বাজেট সংক্রান্ত কারণে বার্সেলোনা চাচ্ছিলো চুক্তিটা যেনো জুনের মধ্যেই হয়ে যায়।
No comments: