নিজ শহরের মেয়রের কথায় খেপেছে লিভারপুল
২০১৯-২০ মৌসুম আর শুরু করা উচিত নয়, সেটা বদ্ধদুয়ারে হলেও, এমন বলেছিলেন লিভারপুলের মেয়র জো অ্যান্ডারসন। নিজ শহরের মেয়রের এমন কথায় বেশ হতাশ হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল কর্তৃপক্ষ। রীতিমত বিবৃতি দিয়ে মেয়রের কথার বিপরীতে হতাশা আর ক্ষোভ জানিয়েছে অলরেডরা।
স্থগিত হওয়ার আগে ২০১৯-২০ মৌসুমের লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে এসেছিল লিভারপুল। টেবিলের দুইয়ে থাকা নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ২৫। আর মাত্র দুই ম্যাচে জয় পেলেই ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেত ইয়ূর্গেন ক্লপের শিষ্যরা।
ফুটবল মাঠে ফেরাতে অবশ্য আলোচনা চলছে। দলগুলোকে অনুশীলনে ফেরানো সম্ভব কিনা তা নিয়ে কথা বলতে শুক্রবার বৈঠকে বসেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
অন্যদিকে জো অ্যান্ডারসন বলছেন, স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা উচিত। লিভারপুলকে তাদের কাঙ্ক্ষিত শিরোপা তুলে দিয়ে লিগ এখনই শেষ করে দেয়া উচিত বলেই মত তার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘যদি দরজা বন্ধ করেও খেলা হয়, তবুও দেখা যাবে জয় উদযাপন করতে স্টেডিয়ামের বাইরে হাজার হাজার দর্শক। অনেকেই আছে যারা আমরা কী বললাম না বললাম তা কানেই তুলবে না, সামাজিক দূরত্ব ভেঙে ঠিকই স্টেডিয়ামে চলে আসবে, আমার মনে হয় না এটা উচিত হবে।’
এমন কথার পর লিভারপুল পাল্টা বক্তব্যে জানিয়েছে মেয়রের যুক্তির কোনো প্রমাণ নেই, ‘বিগত কয়েক সপ্তাহে আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি। তারা কথা দিয়েছে সর্বোচ্চরকমভাবেই তারা সামাজিক দূরত্ব মেনে চলবেন।’
‘ফুটবল আবারও শুরুর ঘোষণার পর থেকেই আমরা তাদের সঙ্গে কথা বলা শুরু করেছি এবং অংশীদারদের আমাদের আসল উদ্দেশ্য বোঝাতে চেষ্টা করেছি।’
Tag: Advertisement games
No comments: