করোনার জেরে ভারতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৩.৫ শতাংশ
করোনার জেরে এপ্রিল মাসে ভারতে বেকারত্বের হার বেড়ে হয়েছে ২৩.৫ শতাংশ। পুরো এপ্রিল জুড়ে লকডাউন চলায় চাকরি হারিয়েছেন অনেকে।
সেন্টার ফর মনিটরিং ফর ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)’র বরাতে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।
সিএমআইই সমীক্ষায় দেখা গেছে, সবচেয়ে খারাপ হাল তামিলনাড়ু, ঝাড়খণ্ড ও বিহারে। সেখানে প্রায় ৫০ শতাংশ বেকারত্বের হার। অন্যদিকে সবচেয়ে ভালো পরিস্থিতি পঞ্জাব. চন্ডিগড় ও তেলঙ্গানায়। জাতীয় স্তরে বেকারত্বের হার ৮.৭ শতাংশ থেকে ২৩.৫ শতাংশ হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সমীক্ষা আরও জানায়, পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়েছে। ১০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। বেকারত্বের হার এখন ১৭.৪ শতাংশ, গড়ে ছয় জনের মধ্যে একজন কর্মহীন রাজ্যে। ২০১৬-র অক্টোবরে রাজ্যে মাত্র ৪.৬ শতাংশ মানুষ বেকার ছিলেন। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হয়েছে ও একেবারে বেহাল হয়েছে পরিস্থিতি করোনার জেরে। .
কত মানুষ চাকরি হারাচ্ছেন, সেটা জানার জন্য ভারতে সেভাবে সরকারি নির্ভরযোগ্য কোনও পরিসংখ্যান নেই বললেই চলে। এরফলে লেবার মার্কেটের কী হাল, তার কিছুটা আভাস মিলেছে সিএমআই সমীক্ষার মাধ্যমে। মোট ৪৩,৬০০ পরিবারের ওপর সমীক্ষা করে এপ্রিল মাসের রিপোর্ট তৈরি করেছে সংস্থাটি।
শেয়ার করুন:
Tag: others
No comments: