করোনায় আশার আলো দেখাচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট
মহামারি করোনা ভাইরাসের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে অ্যাসপিরিন ট্যাবলেট। আক্রান্ত রোগীদের ওপর এ ওষুধ প্রয়োগে আশানুরূপ ফল পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। এমনটাই দাবি করা হয়েছে এক গবেষণায়।
ক্লিনিক্যাল ট্রায়ালের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা আক্রান্ত বেশ কিছু রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয় অ্যাসপিরিনের। প্রথমত রোগীদের সামান্য, কমন, তীব্র এবং গুরুতর এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়। পরে কমন এবং তীব্র রোগীদের দুটি গ্রুপে ভাগ করা হয়।
সেগুলো হলো: ১. নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসিপি) স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গ্রুপ, ২. এনসিপি অ্যাসিপিরিন গ্রুপ। এনসিপি অ্যাসিরিন গ্রুপের রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার পর “অ্যাসপিরিন ১০০ এমজি দেয়া হয়। এতে অনেকেই সুস্থ হয়েছেন এবং হাসপাতাল ছাড়ার পর তাদেরকে আরও ১৪ দিনের জন্য এ ওষুধ দেয়া হয়।
অ্যাসপিরিন এক প্রকারের ওষুধ যা সাধারণত ব্যথা, জ্বর ও প্রদাহে ব্যবহৃত হয়। এর উপাদান হলো অ্যাসিটাইল-স্যালিসাইলিক অ্যাসিড। অনেক প্রাচীন কাল থেকে এর ব্যবহার রয়েছে।
জার্মান কোম্পানি বেয়ার এর রসায়নবিদ ফেলিক্স হফম্যান ১৮৯৭ সালে এটি উৎপাদনের সহজ পদ্ধতি আবিষ্কার করেন। এটি মূলত অ্যান্টিবায়োটিক রূপে ব্যবহৃত হয়।
Tag: Advertisement Featured
No comments: