বিভিন্ন দেশে সীমিত আকারে মে দিবস পালন
মে দিবস পালনে প্রতিবছর বিশ্বজুড়ে নানা আয়োজন থাকলেও এবছর সে চিত্র একেবারেই অন্য রকম। করোনার মহামারীর কারণে বেশিরভাগ দেশেই দিনটিকে ঘিরে ছিল না তেমন কোনো আয়োজন। তবে এর মধ্যেও রাশিয়া, গ্রিসসহ কয়েকটি দেশে আয়োজনের পরিসর ছিল সীমিত।
করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশই লকডাউনে রয়েছে। আর এতে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। বিশ্বব্যাপী ১৬০ কোটি লোক করোনার কারণে বেকার হয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা-আইএলও। এরইমধ্যে বিশ্বে মহান মে দিবস কাটছে বিনা আয়োজনেই।
রাশিয়া
অন্যান্য বছরের মতো জমকালো না হলেও রাশিয়ায় মে দিবসে ছিলো সীমিত পরিসরের আয়োজন। সামাজিক দূরত্ব বজায় রেখেই শতাধিক মানুষ এ অনুষ্ঠানে যোগ দেন।
গ্রিস
একইভাবে বিনা আড়ম্বরে দিনটি পালন করেছে গ্রিসবাসীও। তবে করোনার কারণে এ অনুষ্ঠানস্থল ছিল অনেকটাই ফাঁকা।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রতিদিন ৮ ঘণ্টা কাজের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন করেন অগণিত শ্রমিক। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে অধিকার আদায়ের পর থেকে প্রতিবছরই দিনটি পালিত হয়ে আসছে দিনটি।
Tag: Advertisement Featured
No comments: