২১ কোটি টাকায় বিক্রি হবে চাঁদের কণা
এক টুকরো চাঁদ! ফুটবলের চেয়ে সামান্য বড় চাঁদের পাথরটি সাহারা মরুভূমিতে খসে পড়েছিল। সেই টুকরোর অংশ থেকে সামান্য কণা বিক্রি করতে চলেছে ব্রিটিশ অকশন হাউস ক্রিস্টিজ।
সাহারা মরুভূমিতে খসে পড়া চাঁদের পাথর এখন পর্যন্ত
পাথর। পাথরটির ওজন ৩০ পাউন্ড বা সাড়ে ১৩ কেজি।
বিজ্ঞানীরা এই পথারটির নাম দিয়েছেন ‘এনডব্লিউএ ১২৬৯১’। নিলামে চাঁদের পাথর কণার মূল্য উঠেছে ২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২১ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৩২৩ টাকা।
ক্রিস্টিজের সায়েন্স অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমন হাইসলপ বলেন, পাথরটি পৃথিবীর মানুষের কাছে এসে পৌঁছা একটি বিরল ঘটনা। চাঁদের বিশ্বমানের নমুনা সংগ্রহের এটি একটি অসাধারণ সুযোগ।
জানা গেছে, চাঁদের ওপর উল্কাপাতের ফলে দুই বছর আগে প্রায় ২ লাখ ৩৯ হাজার মাইল পাড়ি দিয়ে সাহারা মরুভূমিতে এসে পড়ে।
No comments: