হাওরের ৭৭ ভাগ ধান কাটা শেষ: কৃষি মন্ত্রণালয়
হাওরের ৭৭ শতাংশ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
শুক্রবার (০১ মে) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ইতোমধ্যে হাওরের প্রায় ৭৭ শতাংশ বোরো ধান কর্তন শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১০ শতাংশ এবং এখনও পাকেনি ১৩ শতাংশ বোরো ধান।’
এছাড়া সারা দেশের ১৬ শতাংশ বোরো ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাত জেলায় শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে এবার বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ ধান কাটা শেষ হল।
No comments: