ট্রেনে কৃষিপণ্য পরিবহণের আহ্বান রেলমন্ত্রীর
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি পঞ্চগড় থেকে যাতে আমাদের টমেটো, তরমুজসহ অন্য কৃষি পণ্য স্বল্প ভাড়ায় ট্রেনে পরিবহন করা যায়। আমি ব্যবসায়ীদেরও ট্রেনে পণ্য পরিবহণের আহ্বান জানাচ্ছি।
শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে করোনার ভাইরাসের কারণে প্রায় ৫ শতাধিক দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আমাদের ট্রেনের লাগেজ ভ্যানে আপনারা শাক-সবজি পরিবহন করেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, পঞ্চগড় পৌর সভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments: