Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইতালির একটি ন্যাচারাল পার্ক থেকে পালিয়ে যাওয়া ভালুক ১০ ‍মাস পর ধরা




পালিয়ে যাওয়া ভালুক ১০ ‍মাস পর ধরা

পালিয়ে গিয়েছিলো একটি বুনো ভালুক। পরবর্তীতে খাবারের সন্ধানে সেটি একাধিকবার স্থানীয় কৃষকদের খামারে হানাও দিয়েছিল। আর এ কারণে সেটিকে ‘গুলি করে হত্যার’ নির্দেশ জারি করেছিল কর্তৃপক্ষ। তবে পালিয়ে যাওয়ার প্রায় ১০ মাস পর ধরা পড়েছে ত্রাস ছড়ানো সেই ভালুকটি। উত্তর ইটালির ত্রেন্তো প্রদেশের একটি ন্যাচারাল পার্ক থেকে গতবছর জুলাই মাসে এম৪৯ নামে ওই বুনো ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়। পালাতে গিয়ে ১৬৭ কেজি ওজনের ভালুকটি পার্কের চারটি বেড়া বেয়ে পার হয়। বেড়াগুলোর একটিতে উচ্চমাত্রার বিদ্যুৎ সংযোজিত। গত মঙ্গলবার রাতে সেটিকে একটি পাইপের ভেতর থেকে পাকড়াও করা হয়। পাইপের ভেতর সেটি আটকা পড়ে ছিল। এক বিবৃতিতে ত্রেন্তো কর্তৃপক্ষ জানান, ভালুকটিকে সেটির আগের পার্কে নিয়ে যাওয়া হয়েছে৷ সেটি শারীরিকভাবে সুস্থ আছে। পালিয়ে যাওয়ার পর গত ১০ মাসে ভালুকটিকে বহুবার জঙ্গলে বা মানুষের বাসাবাড়ির কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সেটি কৃষকের খামারে হানা দিয়ে অনেক প্রাণী হত্যা করেছে। ভালুকটি ধরা পড়ার খবরে তাই ওই এলাকার কৃষকরা স্বস্তি প্রকাশ করেছেন। মানুষের বসতিতে ঘোরাঘুরি ও খামারে হামলার পর ত্রেন্তো প্রদেশের প্রেসিডেন্ট মাউরিজিও ফুগাত্তি সেটিকে ‘দেখা মাত্র গুলি করে হত্যার’ নির্দেশ দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে কর্তৃপক্ষ পরে বলে, তারা আগে ভালুকটিকে জীবিত ধরার চেষ্টা করবে। সব চেষ্টা ব্যর্থ হলেই কেবল সেটিকে গুলি করার সিদ্ধান্ত নেবেন তারা। তবে দেশটির ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফেডারেশন থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, এটা আমাদের দেশের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থার জন্য ভয়ঙ্কর ও দুঃখজনক খবর। ইটালি এখন বুনো ভালুকটিকে ইউরোপের অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে চাইছে বলে জানান দেশটির পরিবেশমন্ত্রী সার্সিও কোস্তা। তিনি বলেন, ইউরোপের কোন পার্কে বা কোন দেশে এ জাতের ভালুক ঝুঁকিমুক্ত হয়ে বেঁচে থাকতে পারবে আমরা সেটার খোঁজ করছি। আমরা কূটনৈতিকভাবেও চেষ্টা করছি। তিনি বলেন, আমরা প্রাণীটিকে তার সবচেয়ে উপযুক্ত ঘর দিতে চাই। সূত্র: ডয়চে ভেলে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply