Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টেকনাফের পতঙ্গ ‘পঙ্গপাল নয়’, ঘাস ফড়িংয়ের প্রজাতি দাবি কিটতত্ত্ববিদদের




টেকনাফের পতঙ্গ ‘পঙ্গপাল নয়’, ঘাস ফড়িংয়ের প্রজাতি দাবি কিটতত্ত্ববিদদের কক্সবাজারের টেকনাফে দেখা যাওয়া পতঙ্গ, পঙ্গপাল নয়। এটি স্থানীয় ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি বলে দাবি করছেন দেশের কিটতত্ত্ববিদরা। তাদের দাবি, বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা পঙ্গপালের সঙ্গে এদের দেহের গঠন ও আচরণের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। তবে অবহেলা না করে দ্রুত নিয়ন্ত্রণের পাশাপাশি এ প্রাণী নিয়ে গবেষণায় গুরুত্ব দিতেও বলছে তারা। করোনা মহামারীর মধ্যে দেশজুড়ে নতুন আতঙ্ক ছড়িয়েছে পঙ্গপাল। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে দেখা যাওয়া পতঙ্গের দলটিকে পঙ্গপাল বলে দাবি করেছেন অনেকে। তবে কিটতত্ব গবেষকরা বলছেন ভিন্ন কথা। কক্সবাজারের এ পতঙ্গ স্থানীয় ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি বলে দাবি করে তারা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া পতঙ্গের সঙ্গে শারীরিক গঠন ও আচরণগত দিক থেকে কোনো মিল পাওয়া যায়নি। শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কিটতত্ব বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড. এস এম মিজানুর রহমান বলেন, পঙ্গপালের যে সোয়াম ও সাইজ একই না। এরা এত কম থাকে না। ঘাসফড়িং টাইপের। পঙ্গপাল না হলেও এ পতঙ্গকে অবহেলার সুযোগ নেই বলে দাবি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ কিটতত্ববিদ বলছেন, নিয়ন্ত্রণের পাশাপাশি মনযোগী হতে হতে হবে ব্যাপক গবেষণায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিটতত্ববিদ প্রফেসর ড. কবিরুল বাশার বলেন, বাংলাদীর যে পঙ্গপাল বা ঘাসফড়িংটি দেখানো হয়েছে সেটা আসলেই সেই প্রজাতির নয়। তবে একে ল্যাবরেটরিতে এনে পরীক্ষা করতে হবে। আর একে যদি দমন করা যায়, সেই অভিজ্ঞতা দিয়েই পঙ্গপাল এলে আমরা তা দমন করতে পারবো। শুধু ভিডিও দেখে মন্তব্য করে বাড়তি আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, এ পতঙ্গ নিয়ে গবেষণা শুরু করেছেন তারা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব বলেন, ভিডিও থেকে পুরো কোনো ধারণা পাওয়া সম্ভব নয়। দুএকজন পজেটিভ বললে অধিক জানিয়েছেন এটা পঙ্গপালের সদৃশ নয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ পতঙ্গ সম্পর্কে গবেষণা ও এদের নিয়ন্ত্রণে শুক্রবার টেকনাফ একটি গবেষক দল পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply