করোনা পরীক্ষার পরই মেসি-রামোসদের অনুশীলনের অনুমতি
আগামী সপ্তাহ থেকে ফুটবলারদের কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। পরীক্ষার ফল ইতিবাচক হলেই কেবল অনুশীলনে নামার অনুমতি পাবে দলগুলো।
নির্দিষ্ট নিয়ম ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আস্তে আস্তে খেলায় ফিরতে পারবেন পেশাদার খেলোয়াড়রা, বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের সুপ্রিম স্পোর্টস কাউন্সিল (সিএসডি)। বিশেষ টাস্কফোর্সের সঙ্গে লা লিগা, স্প্যানিশ ফুটবল ফেডারেশন, প্লেয়ার্স ইউনিয়ন ও অন্যান্য ক্রীড়া সংগঠনের বৈঠকের পর এসেছে সিদ্ধান্ত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পেশাদার ক্লাবগুলো তাদের কার্যক্রম শুরু করতে পারবে।’ বৈঠকের পর এই ছিল বিবৃতি। আগামী ৫মে এবং ৭মে হতে পারে মেসি-রামোসদের করোনা পরীক্ষা।
এর আগে মঙ্গলবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক ঘোষণায় জানিয়েছেন, জুনের শেষ নাগাদ স্বাভাবিক হয়ে আসতে পারে দেশটির করোনা পরিস্থিতি। শিথিল হয়ে আসতে পারে লকডাউন।
Tag: Advertisement games
No comments: