Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লকডাউনেই মাঠে নামতে চায় ইতালির ক্লাবগুলো




ইতালিয়ান লিগ সিরি'আর চলতি মৌসুম শেষ করার পক্ষে ভোট দিয়েছে ক্লাবগুলো। লিগ নিয়ে দোটানা সত্ত্বেও একমত ২০টি ক্লাব। তবে নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এদিকে লকডাউন শিথিল করে ভিন্ন ভিন্ন মাঠে অনুশীলনের সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত হয়েছেন বুন্দেসলিগার ক্লাব কোলোনের তিন ফুটবলার। করোনার প্রভাবে টালমাটাল পুরো ইউরোপ। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় ইতালি। আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে ইউরোপের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে দেশটি। অন্য সবকিছুর মতো কোভিড নাইন্টিন এর প্রভাবে বন্ধ আছে দেশটির সবধরনের ফুটবল। চলতি মৌসুমের লিগের খেলা স্থগিত। সমস্যা কাটিয়ে মাঠে ফিরতে উন্মুখ দেশটির ফুটবল। তবে আদৌ চলতি লিগ শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। হলেও কবে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ইতালিয়ান লিগ সিরি'আ নিয়ে গুঞ্জন চলছে বেশ ক'দিন ধরেই। চলতি মৌসুমের খেলা নিয়ে চলছে উভয় সংকট। একদিকে ২৫ মে'র মধ্যে লিগ শেষ করার পরিকল্পনা চেয়ে উয়েফার চাপ। অন্যদিকে, ইতালির সরকারের সবুজ সংকেত না দেয়া। এমন দোটানার মাঝে এবার হয়ে গেল ক্লাবগুলোর ভোটাভোটি। যেখানে ২০টি ক্লাব মৌসুম শেষ করার পক্ষে ভোট দিয়েছে। তবে তা কখন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এদিকে, চলতি মৌসুম বন্ধ থাকার ফলে বড় অঙ্কের লোকসানে পড়তে হয়েছে সিরিআ'কে। শেষ পর্যন্ত লিগ মাঠে না গড়ালে ৭০-৮০ কোটি ইউরো ক্ষতির ধারণা করছে তারা। তবে দর্শক-শূন্য আয়োজন হলেও সে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে কর্তৃপক্ষ। লকডাউনে থমকে আছে বিশ্ব ফুটবল। ১২ মার্চ থেকে বন্ধ আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার তবে তা ধীরে ধীরে শিথিল করার পক্ষে তারা। অনুশীলন শুরুর ব্যাপারে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। ৬ মে থেকে ক্লাবগুলোর ভিন্ন ভিন্ন মাঠে অনুশীলন শুরু হবার কথা রয়েছে। এদিকে কোভিড নাইন্টিনে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। জর্জরিত পুরো বিশ্বের মানুষ। এবার করোনায় আক্রান্ত হয়েছেন তিন ফুটবলার। সম্প্রতি জার্মানির বুন্দেসলিগার ক্লাব কোলোনের ফুটবলার এবং কোচিং স্টাফদের করোনা টেস্ট করা হয়। এরপরই এই তিন ফুটবলারের করোনা ধরা পড়ে। তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply