ভাইবোনছড়ার ১০ গ্রামে খাদ্য সামগ্রী পৌঁছে দিল ছাত্রলীগ
প্রত্যন্ত জনপদ ভাইবোনছড়ার ১০টি গ্রামে সম্প্রতি শিশুসহ বিভিন্ন বয়সী হামে আক্রান্ত শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ পৌঁছে দেন জেলার ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় ছাত্রলীগ নেতারা একটি মেডিকেল টিমের মাধ্যমে হাম আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করেন।
শনিবার (২ মে) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম-বিষয়ক সম্পাদক উসিংহাই রবিন বাহাদুর ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসইপ্রু চৌধুরী অপু এসব দুর্গম জনপদের ১০টি গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া এসব খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো হামে আক্রান্তদের পরিবারের স্বজনদের হাতে পৌঁছে দেন।
এ সময় ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ নেতা ভারতেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা,ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মংসানু মারমাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ,তেল, আলু, ডাল, আটা, লবণ, পেঁয়াজ, ডেটল সাবান ও মুরগির ডিম।
পরে খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা ও বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. টুটুল চাকমার নেতৃত্বে একটি মেডিকেল টিম হামে আক্রান্ত শিশু ও গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা করেন।
No comments: