আরও দুবার হানা দিতে পারে করোনা: ডব্লিউএইচও
করোনার থাবা একবারেই শেষ হবে তা কিন্তু নয়। এই ধাক্কা সামাল দিতে বিশ্বকে প্রস্তুত থাকতে হবে বলে মনে করে ডব্লিউএইচও। আরও দুবার করোনা ভাইরাসের প্রকোপ আসতে পারে বলে ধারণা করছে সংস্থাটি।
সম্প্রতি ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানোম গ্রেবিয়েসাস বলছেন, ইউরোপে করোনার ইতিবাচক লক্ষণ থাকা সত্ত্বেও তা চূড়ান্ত ধাপ অতিক্রম করেছে। করোনার খুব দ্রুত পৃথিবী থেকে বিদায় নেবে না। পুনরায় নতুন রূপে ফিরে আসবে।
তিনি জানান, বিভিন্ন দেশ করোনা রোগীদের যে স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করছে তা তেমন কোনো কাজে আসবে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার ভ্যাকসিনের ট্রায়ালের পর এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
পুনরায় ধাক্কা আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয়বারের মতো করোনার ধাক্কা সামাল দিতে হবে।
করোনায় আক্রান্তদের মধ্যে ইউরোপেই রয়েছে শতকরা ৪৬ ভাগ মানুষ আর মারা গেছে মোট মৃতের দুই তৃতীয়াংশ মানুষ।
সূত্র: ডেইলি মেইল
Tag: Advertisement others
No comments: