খলিফা হাফতারের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ত্রিপোলি
লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার একতরফাভাবে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃত ত্রিপোলির সরকার। ত্রিপোলিভিত্তিক সরকার বৃহস্পতিবার বলেছে, তারা নিজেদের বৈধ প্রতিরক্ষা অধিকার বহাল রাখবে এবং যেকোনো হুমকির বিরুদ্ধে তারা হামলা চালাবে।
পাশাপাশি ত্রিপোলিভিত্তিক সরকার ঘোষণা করেছে যে, নিষিদ্ধঘোষিত গোষ্ঠীগুলোকে তারা নির্মূল করে ছাড়বে। বুধবার জেনারেল হাফতার পবিত্র রমজান মাস উপলক্ষে লিবিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেন কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে- লিবিয়ায় যুদ্ধ পুরোপুরি বন্ধ হয় নি বরং বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, যেকোনো যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে আন্তর্জাতিক সুরক্ষা থাকতে হবে যাতে যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং লঙ্ঘন পর্যবেক্ষণ করা যায়।
২০১৪ সাল থেকে লিবিয়া মারাত্মকভাবে গোলযোগের মধ্যে পড়ে রয়েছে। এদিকে রয়েছে ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার আর অন্যদিকে রয়েছে বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন গেরিলা গোষ্ঠী। ত্রিপোলিভিত্তিক সরকারের নেতৃত্বে রয়েছে প্রধানমন্ত্রী ফাইয়াজ আল সারাজ।#
Tag: others
No comments: