করোনায় নিয়ে ফাউচির মুখ বন্ধ করল হোয়াইট হাউস!
করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে উদ্ভুব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডা. অ্যান্থনি ফাউচির সাক্ষ্য দেয়া আটকে দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসের হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির এক মুখপাত্র সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসিকে শুক্রবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির ওই মুখপাত্র জানান, হোয়াউট হাউস ডা. ফাউচিকে নির্ধারিত দিনে সাক্ষ্য দেয়া বাধা দিতে অন্য যায়গায় সাক্ষ্য দিতে পাঠাচ্ছে।
ডা. ফাউচি হচ্ছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ- এর পরিচালক। মূলত তিনি রোগ-প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ। ফাউচি করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
করোনা নিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিফিং করলে ফাউচি নিয়মিত সেখানে থাকতেন। ভাইরাস বিষয়ে তিনি অসংখ্য সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।
কংগ্রেসের হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির মুখপাত্র ইভান হল্যান্ডার বলেন, আগামী সপ্তাহে কোভিড-১৯ মোকাবিলা ইস্যুতে লেবার-এইচএইচএস এডুকেশন সাবকমিটির শুনানিতে ডা. অ্যান্থনি ফাউচিকে সাক্ষ্য দিতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির পক্ষ থেকে। আমাদের এক প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ডা. ফাউচির সাক্ষ্য প্রদান আটকে দিয়েছে হোয়াইট হাউস।
Tag: Advertisement others
No comments: