কানাডায় ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ চালু
কানাডায় ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন তাদের কার্যক্রম শুরু করেছে। দেশটির অন্টারিও প্রদেশে বাংলাদেশি মুসলমানরা নিজ সম্প্রদায়ের ব্যক্তিদের মৃতদেহ দাফনের জন্য এ সেভা শুরু করেছে।
সংগঠনটির পরিচালক মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. হানিফ বলেন, অন্টারিওতে বাংলাদেশি কানাডিয়ান মুসলিমদের পরামর্শ ও চাহিদার ভিত্তিতে বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস তার সদস্যদের দ্বারা পরিচালিত হবে। এটি একটি কানাডিয়ান ফেডারেলি ইনকর্পোরেটেড সংগঠন। সংগঠনটির কোন সদস্য মারা গেলে তার দাফনের খরচসহ অন্যান্য সকল বিষয়গুলো মসজিদের সঙ্গে সমন্বয় করে মৃতের পরিবারের জন্য কাজটি বিধিসম্মত ও সহজভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েই এই সংগঠনের জন্ম হয়েছে।
সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দিয়ে মো. হানিফ বলেন, এই সংগঠনের সদস্য সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করবেন। কানাডায় দাফনের ব্যয় বেশি হওয়ায় স্বেচ্ছাসেবার এ উদ্যোগ।
মো. হানিফ বলেন, বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ ধীরে ধীরে সব অঙ্গরাজ্যে কার্যক্রম সম্প্রসারণ করবে।
সংগঠনটির ওয়েবসাইটে (www.bmfs.ca) গিয়ে সদস্য ফর্ম পূরণ করে আগ্রহীরা সদস্য হতে পারেন এবং সেবা নিতে পারবেন।
ফিউনারেল বিষয়ে বা সংগঠনটি সম্পর্কে বিস্তারিত জানতে সংগঠনটির ওয়েব সাইট www.bmfs.ca ইমেইল: info@bmfs.ca ঠিকানায় যোগাযোগ করা যো
Tag: Advertisement others
No comments: