রাশিয়ায় করোনা আক্রান্তের রেকর্ড
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যক বেড়ে ছয় হাজার ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত দেশটিতে মোট ৪২ হাজার ৮৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রুশ করোনাভাইরাস রেসপন্স সেন্টারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
বৈশ্বিক মহামারীর নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। চলতি মাস থেকে রাশিয়ায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে।
দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সে তুলনায় কম। দেশটি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৯১ জন।
এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। ঘর থেকে বের হয়ে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হয় বাসিন্দাদের।
মস্কোর সুবিশাল এ হাসপাতালের প্রায় অর্ধেক বেডই হবে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। শহরের বর্তমান কম্মুনার্কা হাসপাতালটি ব্যবহৃত হবে শুধুমাত্র ভিআইপি রোগীদের জন্য।
No comments: