করোনাভাইরাস: জাপানের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা
মহামারী করোনাভাইরাসের কারণে জাপানের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করেছেন দেশটির চিকিৎসকরা।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, দেশটিতে করোনা আক্রান্তের হার দিন দিন বাড়ছে এবং ক্রমেই হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।
জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান এর মধ্যেই সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে যে, জাপানের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে।
তারা আরো বলেছে, হাসপাতালগুলো প্রচুর রোগীর চাপ সামাল দিতে পারবে না। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত হয় তিন মাস আগে। এরপরও দেশটি বেশি বেশি পরীক্ষা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশনা দিয়েছে, তা মানেনি বলে অভিযোগ আছে।
বেশি বেশি পরীক্ষা করার নির্দেশনাকে জাপান সরকার ‘সম্পদের অপচয়’ বলে মন্তব্য করেছিলো।
কর্মকর্তারা বলছেন, জরুরি চিকিৎসা ইউনিটগুলোতে রোগীর অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
শনিবার জাপানে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারে দাঁড়িয়েছে। এরই মধ্যে মারা গেছেন ২০০ জন। মূলত রাজধানী টোকিওতে আক্রান্তের হার সবচেয়ে বেশি।
Tag: others
No comments: