রঙ্গোলির বিরুদ্ধে ধর্মীয় উস্কানির মিথ্যা অভিযোগ করেছেন সুজানের বোন, দাবি কঙ্গনার
দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে টুইটারে যে ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগ উঠেছে। এবার সেবিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার স্পষ্ট জবাব, রঙ্গোলি কোনওভাবে ধর্মীয় হিংসা ছড়ানোর চেষ্টা করেনি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন কঙ্গনা। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, '' আমার বোন রঙ্গোলি চান্দেল একটি টুইট করেছিলেন, যেখানে ও বলা হয়, যাঁরা ডাক্তার আর পুলিস কর্মীদের উপর হামলা করছেন, তাঁদের গুলি করে মেরে ফেলা উচিত। কিন্তু ফারহা আলি খান এবং রিমা কাগতি দাবি করেন রঙ্গোলি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্য একথা বলেছেন। যা ডাঁহা মিথ্যা কথা। যদি সত্যিই রঙ্গোলির এমন কোনও টুইট পাওয়া যায়, তাহলে আমি আর রঙ্গোলি প্রকাশ্যে এসে ক্ষমা চাইব। ওনারা কি তাহলে এটা ভাবছেন যে মুসলিমরাই ডাক্তার পুলিসদের উপর আক্রমণ করছেন? আমরা তো এমনটা মনে করি না।... ''
Tag: Entertainment
No comments: