বুধবার ইরফান খান, আর বৃহস্পতিবারই চলে গেলেন ঋষি কাপুর। ঋষি কাপুরের চলে যাওয়ার খবরটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শেয়ার করেছেন ছোট্ট ৩ বছরের ঋষি কাপুরের সঙ্গে তাঁর পুরনো ছবি।
লতা মঙ্গেশকরের সঙ্গে কাপুর পরিবারের পরিচিত বহু পুরনো। সেই রাজ কাপুরের সময় থেকেই। ৯০ বছরের গায়িকা চোখের সামনে আদরের ঋষি কাপুরের চলে যাওয়ার খবরটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না। বৃহস্পতিবার, লতা মঙ্গেশকর যে ছবিটি শেয়ার করেছেন, সেই ছবিটি তাঁকে গত ২৮ জানুয়ারি ঋষি কাপুর নিজেই পাঠিয়েছিলেন। মনে করিয়ে দিয়েছিলেন পুরনো দিনের কথা। সেই ছবিই আবারও পোস্ট করে লতা মঙ্গেশকর লিখেছেন, ''কিছুদিন আগে ঋষিজি নিজেই এই ছবিটি আমায় পাঠিয়েছিলেন। আজ ওই সব পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।''
Kuch samay pehle Rishi ji ne mujhe unki aur meri ye tasveer bheji thi.wo sab din,sab baatein yaad aarahi hain. Main shabdheen hogayi hun.
16.3K people are talking about this
আরও একটি টুইটে লতা মঙ্গেশকর লিখেছেন, ''কী বলবো, কিছুই বুঝ উঠতে পারছি না। ঋষিজির চলে যাওয়ায় আমার খুবই কষ্ট হচ্ছে। ওনার চলে যাওয়াটা সিনেমা জগতের একটা বড় ক্ষতি। এই দুঃখটা আমার পক্ষে সহ্য করা খুবই কঠিন। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক। ''
Kya kahun? Kya likhu kuch samajh mein nahi aaraha hai.Rishi ji ke nidhan se mujhe bahut dukh ho raha hai.Unke jaane se film industry ki bahut haani hui hai. Ye dukh sehena mere liye bahut mushkil hai.Bhagwan unki aatma ko shanti pradan karein.
6,362 people are talking about this
প্রসঙ্গত গত ২৮ জানুয়ারি ঋষি কাপুর নিজেই এই ছবিটি টুইট করে লতা মঙ্গেশকরকে ট্যাগ করেছিলেন। লিখেছিলেন, '' নমস্কার লতাজি, আপনার আশীর্বাদে আমার এই ২-৩ মাস বয়সের এই ছবি খুঁজে পেয়েছি। আমার উপর আপনার আশীর্বাদ সমসময় ছিল। আমি কি এই ছবিটা সকলের সঙ্গে ভাগ করে নিতে পারি? এটা আমার কাছে ভীষণই মূল্যবান একটি ছবি।''
नमस्ते लता जी। आपके आशीर्वाद से देखिए मुझे अपनी दो या तीन महीने वाली अपनी पिक्चर मिल गई। सदा आपका आशीर्वाद रहा है मुझ पर। बहुत बहुत धानियवाद। क्या मैं दुनिया को बता सकता हूँ ये तस्वीर ट्विटर पे डाल के?ये एक बेशक़ीमती पिक्चर है मेरे लिए!
1,981 people are talking about this
উত্তরে কিংবদন্তি গায়িকা তখন লিখেছিলেন, ''ছবিটা দেখে খুশি হলাম। আমি এই ছবিটা খুঁজেই পাচ্ছিলাম না। এটা দেখে আমার কৃষ্ণা বৌদি ও রাজ সাহাব-এর কথা মনে পড়ে গেল। ওইদিন বৌদি আপনাকে আমার কোলে দিয়েছিলেন। ছবটি সকলের জন্য পোস্ট করে বেশ ভালোই করেছেন।''
नमस्कार ऋषिजी.फ़ोटो देखके मुझे बहुत बहुत ख़ुशी हुई. मुझे भी ये फ़ोटो मिल नहीं रही थी। मुझे ये फ़ोटो देखके कृष्णा भाभी और राज साहब की याद आयी.ये फ़ोटो में भाभीने आपको मेरे हाथ में दिया था.आपने सबके साथ साँझा किया ये बहुत अच्छा किया.आपकी सेहत हमेशा अच्छी रहे यही ईश्वर से प्रार्थना.
228 people are talking about this
No comments: