নাসার টেলিস্কোপে ধরা পড়ল বিরল ধূমকেতুর বিশেষ ছবি
ওয়াশিংটন: C/2019 Y4 এই ধূমকেতুর দিকে অতন্দ্র প্রহরীর মতো নজর রেখেছিল নাসা। আর এর ফলেই নাসার হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে ধূমকেতুর বিশেষ কিছু ছবি। ক্যামেরায় ধরা পড়েছে ধূমকেতুর আন্তঃবিশেষীয় প্রক্রিয়া।
ADVERTISEMENT
Ads by
POWERED BY PLAYSTREAM
ইন্সটাগ্রামে নাসা হাবেল একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি তোলা হয়েছে ২০ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে। নাসা জানাচ্ছে, ভিডিওটির মাধ্যমে ধূমকেতুর কঠিন বরফের নিউক্লিয়াসকে প্রায় ৩০ টি টুকরো দেখানো হয়েছে।
নাসার ওয়েবসাইট জানাচ্ছে, C/2019 Y4 ধুমকেতুটি এটিলস নামেও পরিচিত। ২০১৯ সালে ডিসেম্বরে এটিকে প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল। অপেশাদার জ্যোতির্বিদ জোসে ডি কুইরোজ ১১ এপ্রিল ধূমকেতুটির প্রায় তিন টুকরো ছবি তুলতে সক্ষম হন।
নাসার ওয়েবসাইট অনুসারে, হাবল যখন এই ধুমকেতুটিকে পর্যবেক্ষণে রেখেছিল তখন ধূমকেতুটি পৃথিবী থেকে প্রায় ১৪৬ মিলিয়ন কিলোমিটার দূরে ছিল।
নাসা জানাচ্ছে, ধূমকেতুটি অভ্যন্তরীণ সৌরজগতের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে উঠবে। আশা করা যায়, মে মাসে এটি খালি চোখেও দৃশ্যমান হবে। মহাকাশ গবেষণা সংস্থাটি জানাচ্ছে, আট দিন পরে ধূমকেতুটিও ৪ মিলিয়ন কিলোমিটারে সূর্যের পাশ দিয়ে স্কার্ট করবে।
সাধারণত, খালি চোখে ধূমকেতু সবসময় দেখা যায় না, তাই এধরনের ঘটনাগুলি ‘সত্যই উত্তেজনাপূর্ণ’ কারণ এই ধরনের ঘটনাগুলি দেখার ‘দুর্দান্ত সুযোগ’ সবসময় হয় না।
Tag: Featured
No comments: