Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইপিএল ক্লাব মালিকরা




সময়সীমা বেঁধে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব মালিকরা। তবে এবারের মৌসুমের বাকি সব ম্যাচ আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ ক্লাবগুলো। সেজন্য ৪০ দিনই যথেষ্ট। মনে করেন ক্লাব মালিকরা। মৌসুম নিয়ে দু:শ্চিন্তাগ্রস্থ ক্লাব মালিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসলেও, আসতে পারেননি কোন সমাধানে। মাঠে ফুটবল না থাকলে আর্থিক ক্ষতি। সেটি যদি হয় ইংলিশ প্রিমিয়ার লিগ তাহলে তো কথাই নেই। বিশ্বের সবচেয়ে জমজমাট আসরটাও হার মেনেছে করোনাভাইরাসের তান্ডবের কাছে। আর্থিক ক্ষতির পাশাপাশি যোগ হয়েছে আরো বেশ কিছু ঝামেলা। জুনে শেষ হবে ফুটবলারদের চুক্তি। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, জার্সিতৈরী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও শেষ হবে লিভারপুল-ওয়াটফোর্ডের। তার ওপর আগামী মৌসুমের চিন্তা তো আছেই। ইপিএল ক্লাবগুলোর কপালে দু:শ্চিন্তার ভাঁজ দিনদিন বাড়ছে। শুক্রবার তাই বৈঠকে বসে ক্লাব মালিকরা। ধারণা করা হচ্ছিলো, ৩০ জুনের একটি সময়সীমা বেঁধে দিবেন তারা। তবে বাস্তবতা বুঝে কোন সিদ্ধান্তেই আসতে পারেননি ক্লাব মালিকরা। টনি ব্লুম বলেন , বেশিরভাগ ক্লাবই চায় মৌসুমটা শেষ করতে। সেটি যেভাবেই হোক। আমরা আলোচনা করেছি কিভাবে মৌসুমটা শেষ করা যায়। সত্যি বলতে কি, আমরা কোন সমাধানে আসতে পারিনি। সরকারের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রাখছি, ওদের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই আমরা শুরু করতে পারবো। এরমধ্যে ইংল্যান্ডে দিনদিন বাড়ছে করোনার সংক্রমন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজারেরও বেশি। ফলে সরকার লকডাউন বাড়িয়েছে আরো তিন সপ্তাহ। এদিকে ইপিএলে বাকি আরো ৯২টি ম্যাচ। ক্লাব মালিকরা বলছেন, মৌসুম শেষ করতে তাদের প্রয়োজন অন্তত: ৮ সপ্তাহ। তারপরও ৩০জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। কবে নাগাদ খেলা মাঠে গড়াবে সে বিষয়েও এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি ক্লাব মালিকরা। কেবল ইপিএলই নয়, ইউরোপের শীর্ষ লিগগুলোর সবই থমকে আছে করোনা মহামারীর তান্ডবে। এরমধ্যে জার্মানির কয়েকটি ক্লাব অনুশীলন শুরু করেছে যথাযথ দূরত্ব মেনে। তবে বুন্দেসলিগা স্থগিত করা হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। বন্ধ আছে লা লিগাও। স্পেনে বন্ধ সবধরণের অনুশীলনও। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের প্রত্যাশা, ২৮ মে থেকে হয়তো আসর শুরু করা যেতে পারে। সিরিআও স্থগিত। ইতালিয়ান ফুটবল ফেডারেশন আশা করছে মে'র শুরু থেকে ফুটবলারদের ভাইরাস টেস্ট শুরু করবে তারা। তবে কবে নাগাদ লিগ শুরু করা যাবে সেটি নিশ্চিত করতে পারেনি তারাও। এদিকে ৩জুন থেকে লিগ ওয়ান শুরু করার প্রাথমিক ঘোষণা দিয়েছে ফ্রান্সের ফুটবল কর্তৃপক্ষ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply