করোনায় নারায়ণগঞ্জ মহিলা সমিতির নেত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে হোসনে আরা রেজা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহিলা সমিতির সহ সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর থানা শাখার সহ সভাপতি, ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী ছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সাবেক কোচ মো. হাসান রেজার স্ত্রী।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ নাজমুল হাসান রুমি ও জাতীয় মহিলা সমিতি নারায়ণগঞ্জের আলেয়া সরোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, মৃত হোসনে আরা রেজা গত ৪ বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংগঠক হোসনে আরা রেজার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ লেডিস্ ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা হক সুমি।
একই সঙ্গে শোক প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কুতুবউদ্দিন আকসির ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি।
Tag: Zilla News
No comments: