প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে: পররাষ্ট্রমন্ত্রী
করোনা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ার পরও প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সিলেটের পাঁচটি মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য ৩২৫ সেট পিপিইসহ বেশ কিছু ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেয় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন।
এ সময় মন্ত্রণালয়ের সচিবসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, চাপ থাকায় পর্যায়ক্রমে প্রবাসীদের আনা হচ্ছে। দেশে আসার পর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে।
এ সময় ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা প্রবাসীদের আনছি। আমাদের ওপর চাপ আছে। আমরা সকল কিছু মেইনন্টেইন করেই আনছি। যাতে প্রবাসীদের কোয়ারেইন্টাইন ঠিকভাবে হয়। যারা আসবে তাদেরকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে।
No comments: