পোশাকের ক্রয়াদেশ বাতিল করবে না নেদারল্যান্ডসও
সুইডেনের দেখানো পথে হেঁটে করোনাভাইরাসের কারণে বাংলাদেশকে দেয়া পোশাকের ক্রয়াদেশ করবে না বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোন করে এমন আশ্বাস দেন তিনি।
মোমেন নেদারল্যান্ডসের মন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতে ৩২০ কোটি ডলারের অর্ডার বাতিল হয়েছে। ফলে এক হাজার ১৫০টি কারখানা এবং প্রায় ২৩ লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী সিগরিড কাগ আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাকের কোনো ক্রয়াদেশ বাতিল বা স্থগিত করবে না নেদারল্যান্ডসের ক্রেতারা।
এর আগে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রয়াদেশ বাতিল না করার আশ্বাস দেয় সুইডেন।
Tag: politics
No comments: