ফরিদপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল কর্মহীন ও প্রতিবন্ধী জনগোষ্ঠী
দেশে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে। ফরিদপুর জেলা সদরের কর্মহীন ৩৩ হাজার পরিবার এই সহায়তা পাবে।
প্রত্যেক কর্মহীন পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম মুসুরির ডাল দেয়া হবে। এই উপহারপ্রাপ্তদেরকে এজন্য নির্দিষ্ট কার্ড করে দেয়া হয়েছে।
বুধবার সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নে প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু।
চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, আমার ইউনিয়নের একটি মানুষও না খেয়ে মারা যাবে না। প্রতিটি পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী দেওয়া হবে। খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসাবে আজ ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মানবিক সহায়তা প্রদান শুরু হয়েছে। ফরিদপুর জেলা সমাজবেসা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের এই সহায়তা প্রদান করা হয়।
প্রত্যেক পরিবারকে চাল, আলু, ডাল, আটা, লবণ ও একটি সাবান দেয়া হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুর জেলা সমাজ সমাজ সেবা অধিদপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা বিভাগের উপপরিচালক এএসএম আলী আহসান ও সহকারী পরিচালক নূরুল হুদা প্রমুখ।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আটশ পরিবারের মাঝে উপহার তুলে দেয়া হবে বলে জানান সহকারি পরিচালক নূরুল হুদা।
Tag: Zilla News
No comments: