নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের পাঁচ জন কোয়ারেন্টাইনে
নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হয়েছে এক পরিবারের পাঁচ সদস্যকে। আশুগঞ্জে আসা ওই পরিবারের সদস্যদের বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাসিরনগর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছেন প্রশাসন।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুগঞ্জের চরচারতলা গ্রামের এক ব্যক্তি তার পরিবারের চার সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। সেখানে তিনি ভ্যান চালাতেন। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েন পরিবারের ওই কর্তা ব্যক্তিটি। এ অবস্থায় থাকা-খাওয়ায় সমস্যা হওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে ওই পরিবারের সদস্যরা চরচারতলা তাদের গ্রামের বাড়িতে চলে আসেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর মাধ্যমে ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে আসার খবর পাওয়ার পর ওই পরিবারের পাঁচ সদস্যকে নাসিরনগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
Tag: Zilla News
No comments: