করোনা প্রতিরোধে সফল দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি
করোনা প্রতিরোধে সফল দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেলেও সুস্থ হয়েছেন ৮৬ হাজারেরও বেশি মানুষ।
প্রাণঘাতী করোনাভাইরাস ইতালি, স্পেন আর ফ্রান্সে তাণ্ডব চালালেও জার্মানির স্বাস্থ্যসেবাকে কাবু করতে বেশ বেগই পেতে হচ্ছে। কোনো রকম প্রতিষেধক ছাড়াই শুধু সেবা আর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই অনেকটাই নিয়ন্ত্রণে এই ভাইরাস।
দেশটিতে বসবাসরত প্রবাসীরা শঙ্কায় থাকলেও রাষ্ট্র প্রধান আঙ্গেলা মার্কেলও স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এরইমধ্যে দেশটিতে বসবাসরত সংকটে থাকা প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠন
No comments: