দুই সিটির মেয়র পদে এগিয়ে আ. লীগ
ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ইভিএমে ভোট হওয়ায় দ্রুততম সময়েই ফলাফল পাওয়া যাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে দুই সিটিতেই মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা স্পষ্টভাবে এগিয়ে আছেন।
দক্ষিণ সিটি করপোরেশনে ৯টি কেন্দ্রের ফলাফল সময় সংবাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, নৌকা প্রতীকে ব্যারিস্টার ফজলে নূর তাপস পেয়েছেন ২,৪৫৯ ভোট। ধানের শীষের ইশরাক হোসেন পেয়েছেন ১,৬৯২ ভোট।
অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৫৫৫ ভোট এবং বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল পেয়েছেন ৩৯৬ ভোট।
No comments: