ময়মনসিংহে নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ
ময়মনসিংহ নগরীর কাশর বউবাজার এলাকার নিজ বাসা থেকে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুলিশ কনস্টেবল সুইটি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিল। তার স্বামী পুলিশ কনস্টেবল হাফিজও ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।
পুলিশ জানায়, প্রেম করে বিয়ে করেছিলেন পুলিশ কনস্টেবল হাফিজ ও সুইটি। কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম আকার ধারণ করে। শুক্রবার দুপুরে খবর পেয়ে কাশর বউবাজার এলাকার নিজ বাসা থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করা হয়।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
Tag: Zilla News
No comments: